মুসলিম উম্মাহর বর্তমান এই সংকটপন্ন মুহুর্তে ইসলামী তাহযীব-তামাদ্দুন সংরক্ষনের লক্ষে দেশ-জাতির হিফাযত ও কল্যাণ সামনে রেখে দ্বীনি মূল্যববোধ সৃষ্টির মানসে। প্রতি বছরের ন্যায় আগামী (২নভেম্বর) শুক্রবার, খাগড়াছড়ি জেলার প্রবেশদ্বার মানিকছড়িস্থ গাড়ীটানা, দারুল ইসলাহ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে- বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওক্ত আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখগণ কুরআন-সুন্নাহর আলোকে মুসলিম মিল্লাতের সার্বিক কল্যাণ, হক্ব ও আহলে হক্বের পরিচয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জ্ঞানগর্ব আলোচনার মাধ্যমে ইসলামী পূনর্জাগরণ ও মানবতার সার্বিক মুক্তির পথ উথাপন করবেন। মাহফিলের মৌসুমে পার্বত্যজেলা খাগড়াছড়ির উল্লেখযোগ্য মাদ্রাসা সমুহের মধ্যে এটাই প্রথম মাহফিল বলে জানা যায়, মাদ্রাসাটি ২০১৫ সালে প্রতিষ্ঠা হয়ে এযাবতকাল পার্বত্যাঞ্চলে দ্বীনি শিক্ষার মশাল জেলে আসছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মৌলানা ক্বারী আব্দুল ওয়াহেদ মাহফিলের সফলতার লক্ষে সবার দোয়া এবং মাহফিলে উপস্থিতি কামনা করেন।