ওমানে নির্বাচনের খবর দেখতে গিয়ে টিভি চ্যানেল নিউজ দেখে ২ পক্ষ এর মাজে কথা কাটা কাটি হয়, এক পর্যায় হাতা হাতিতে আহত হয়েছে ৩ জন
জানা যায় ওমানে একটি হোটেলে সকালে নাস্তা করতে এসে, নাস্তা খাওয়ার পর বসে টিভি সেটে নির্বাচনের নিউজ দেখে তাহারা,এক পর্যায়ে পক্ষ বিপক্ষ কথা কাটা কাটি হয়, ২ পক্ষ এর হাতা হাতিতে আহত হয় ৩ জন
আহতরা হলো,কুমিল্লা বরুয়া জামাল,কুমিল্লা দাউদ কান্দি হানিফ, বরিশাল রিপন। পরে তাদের ওমানে বাংলাদেশি ডঃএনায়েতের কাছে নিয়ে যাওয়া হলে ডঃ এনায়েত তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন ।