ওমান প্রতিনিধি,মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃহাফা মার্কেটে বিভিন্ন ব্যাবসার মধ্যে ৩ যুগ ধরে সফলতা লাভ করেছে টুপি ব্যাবসায়িরা,
ব্যাবসায়িরা জানান টুপি গুলো সব বাংলাদেশি এবং বাংলাদেশের তৈয়ারি টুপি মানে গুনে ভালো, তাই ওমান সহ বিভিন্ন দেশের লোক বাংলাদেশি টুপি ব্যবহার করছে এবং বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বলে জানান টুপি ব্যাবসায়িরা
ওমানিরা জানান বাংলাদেশি টুপি গুনে মানে ভালো, নকশা ডিজাইন ভালো,দেখতে অনেক সুন্দর তাই বাংলাদেশি ব্যবসায়িদের থেকে পাইকারিতে টুপি নিয়ে ব্যবসা করে অনেকটা সফলতা লাভ করছে ।
বাংলাদেশি ব্যাবসায়িরা জানান ওমান সরকার হাফা মার্কেট ভাংঙ্গার কথা ৩ বছর আগে তাদের কে নোটিশ দিয়ে বলেছে মার্কেট ভেঙে পর্যটন কেন্দ্র করবে
এখন মার্কেট ভাংঙ্গায় হাফা মার্কেটের সাফল্য ব্যবসায়ী কবির আহমেদ মোল্লা জানান বাংলাদেশিদের প্রয় ৩ শত দোকানে ১শত ২০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে টুপি ব্যাবসায়িদের
তারা আরো জানান হাফা মার্কেটে প্রয় ৫ হাজার শ্রমিক কাজ করতো।
মার্কেট বন্ধ হওয়াতে কিছু শ্রমিক বেকার হয়ে পড়েছে।
ব্যাবসায়িরা জানান নতুন করে দোকান না দেওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে বাংলাদেশি টুপি আমদানি ও রপ্তানি করবেন না
জানাযায় সবচে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা নাঙ্গলকোট দাসনাই পাড়া গ্রামের, ওমানে সাফল্য ব্যবসায়ি কবির আহমেদ মোল্লা সহ আরো অনেকে ।