মোঃ তাজুল ইসলাম মিয়াজী:
ওমান প্রতিনিধি :
জানা যায় গতকাল রাত ২টায় দিগে এই অভিযান চালায় ওমান লেবার কোট,
এতে বাংলাদেশীরা দিনের বেলায়, কাজ শেষ করে একটু ভাতি আয়ের জন্য, রাতে গাড়ি চাপায় করে, তা ওমানে আইন অনুযায়ী অপরাধ,
গতকাল রাতে তাদেরকে ধরার জন্য,ওমান যৌথ অভিযান চালায় ওমান লেবার কোট, এতে ২৪ জন বাংলাদেশী কে দরে নিয়া যায় বিভিন্ন জাগায় থেকে,
তাদের মাঝে অনেকের ভিসা নেই বলে জানা যায়।
যাদের ভিসা আছে তাদের কে ৪ মাস করে জেল হবে বলে জানা যায়,কারন তাদের ভিসা থাকা শর্ত মালিকের কাজ না করে অবৈধ ভাবে গাড়ি চাপাই করায় তাদের এই শাস্তি প্রদান করা হয় বলে জানা যায়, আর যাদের ভিসা নেই, তাদের কে ৭ দিন জেলে রেখে কেউ টিকেট দিলে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা যায়।
জানা যায় এই অভিযান চলবে ১০ নভেম্বর পর্যন্ত।
ওমানিদের সাথে কথা বলে জানা যায় ১৮ নভেম্বর তাদের ন্যাশনালডে তাই এই অভিযান চালায় বলে ওমানিরা জানান।
Discussion about this post