হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ সাগর উপকূলে কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৮০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ১০ডিসেম্বর ভোর পৌনে ৪টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি আউট পোস্টের জওয়ানেরা টেকনাফ সদর ইউপির নোয়াখালী পাড়া সাগর উপকূলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি বস্তা ও জারিকেন উদ্ধার করে এবং সকাল পৌনে ৫টারদিকে শাহপরীর দ্বীপ আউট পোস্টের জওয়ানেরা শাহপরীর দ্বীপ সাগর উপকূলে অপর ১টি অভিযান চালিয়ে আরো ১টি পরিত্যক্ত বস্তা উদ্ধার করে।
তা বিসিজি ষ্টেশনে নিয়ে গণনা করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা সমুহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Discussion about this post