সেবা শান্তি প্রগতি,এই স্লোগান নিয়ে দূর্বারগতিতে এগিয়ে যাচ্ছে দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন অর্থাৎ প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত। এটি দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র।
কুমিল্লা’র দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এর নেতৃত্বে গত ২০ ই মার্চ রবিবার উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার, (পৌর এলাকার) মোঃ জহির, প্রচার সম্পাদক মোঃ সোহাগসহ উপজেলার পৌরসভাসহ
উত্তরগুনাইঘর,দক্ষিণগুনাইঘর,বড়শালঘর,রাজামেহার,ইউসুফপুর,রসুলপুর,ফতেহাবাদ,এলাহাবাদ,জাফরগঞ্জ, ধামতী, মোহনপুর, ভানী,বরকামতা,সুলতানপুর ইউনিয়নের ২ শতাধিক এর অধিক নেতা কর্মী দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার আনন্দ ভ্রমণে যায়।
দেবীদ্বার উপজেলা থেকে কক্সবাজার শহরের দূরত্ব ৩২২ কি.মি । আনন্দ ভ্রমণে যাওয়া নেতাকর্মীরা কক্সবাজারের দিগন্তজোড়া বিস্তীর্ণ বালুকাবেলা, মেঘ কালো সারি সারি ঝাউবন, সৈকতের বুকে আছড়ে পড়া এক একটি ঢেউ, নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য, ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য, আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ, কক্সবাজার সৈকতের মেরিনড্রাইভ একটি অসাধারণ রাস্তা।
এই রাস্তা ধরে যত দূরে যাবেন পুরো জায়গাই আপনাকে মুগ্ধ করবে। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দেখে হবেন বিমোহিত।
প্রকৃতির রুপ স্বচক্ষে দেখে যতটা তৃপ্তি পাওয়া যায়, অন্য কোন স্থির চিত্র বা ভিডিও দেখে সে ভালোলাগা অনুভব করা যায় না।
এই প্রকৃতি কখনো গম্ভীর ভাব নেয় মেঘের কারণে, কখনো প্রাণবন্ত, আবার কখনো সে কুয়াশার চাদর মুড়ি দিয়ে প্রকৃতির ভিন্ন সৌন্দর্য জানান দেয়। এই সমস্ত সৌন্দর্যের দৃশ্য দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সেচ্ছা সেবকলীগের নেতা কর্মীরা।