কবিতা লেখা নিয়ে ব্যবসা
কবি মোঃআবু বকর সিদ্দীক
লেখা নিয়ে ব্যবসা করে- ভন্ড কিছু লোকে।
প্রতারনার মহে পরে- নতুন লেখক কাঁদে।
মিষ্টি কথায় বোকা বানায়- নতুন কবিদের।
লেখক সকল ঐক্য হয়ে- বয়কট করো তাদের।
কেমন করে আসবে নতুন কবি
আসবে কবি নতুন নজরুল।
প্রথম ধাপেই কেলিয়ে গেলে
তুলবে না আর আঙুল।
এমন ভাবে ব্যবসা করলে
ধ্বংস হবে ভবিষ্যৎ। ত্বরায় তাদের করতে হবে
সাহিত্য থেকে ধুলিষ্যৎ।