লেখকঃমুসা ইসলাম শুভ
শীতের দরজা সব,আজিকে খুলেছে
মৃদুমন্দ কাল বায়ু, করিছে ভ্রমণ,
হেমন্তের মাঠ লয়ে নবান্নের খেতে
শিশিরের জলটুক করে আমন্ত্রণ।
হিমালয়ের কলেতে ভেঙেছে কপাট
বইতে শুরু করেছে হিমালয় হাওয়া,
শীতের পূর্বসূরির হেমন্তের দোরে
কাঁচা পাকা ধান করে মাঠের ধাওয়া।
বায়ু বায় চলে গায় আনাচে কাঁনাচে
শীত শীত লাগে দেহ উধাম শরির
একটিফোঁটা শিশির ঘাসের ডগায়
ভেজে আছে পুরোটাই দৃষ্টান্ত অধীর।
কিছুদিন পরে যেন ডেকে যাবে শীত
শীতের খুটা আজিকে গারিয়া গিটেছে
আগাম বার্তা দিয়েছে প্রথম শিশির
প্রকৃতি বুঝেছে অঙ্গে হেমন্ত ছিটেছে।
অতিথি পাখিরা ঝাঁক বেঁধে বেঁধে আসে
এই সবুজ শ্যামল এই গ্রাম্য দেশে।
সন্ধ্যা সকাল বেলারে কুয়াশে নিবিড়
হারিয়ে যায় ধুসরে পথ যায় ভেসে।।