বাসন্তী ভাবনায় বসন্ত বরণ
লাল,সবুজ,হলুদ
বর্ণিল রঙে রাঙানো ভূবন কক্ষ,
শিল্পীর তুলির আঁচড়ে
প্রকৃতিতে নিখুঁত কারুকাজ।
পত্রপল্লবে আজ,
সবুজের মহা আয়োজন,
পথ-প্রান্তর জুড়ে কৃষ্ণচূড়ার
লাল গালিচার আবরণ।
দিগন্তে দিগন্তে যেন
লাল হলুদের আভা,
প্রেমিকের চোখে,
প্রেমের সূধা।
কবির মনে আজ
বাসন্তি ভাবনা,
বাতায়নে বহমান বাতাসে
বুলিয়ে দেয় শীতল পরশ,
আম্র কাননে মুকুলে
মুখরিত সুমিষ্ঠ আবেশ।
কোকিলের কুহুতান
শিহরন মনে,
নব জাগরনে নাচে
অরন্যে অরন্যে।
প্রকৃতি সেজেছে বুঝি
বাসন্তিবেশে,
ঋতু বৈচিত্রে মহারাজ বসন্ত
এসেছে আবার রাজবেশে। ছবি ঃ কবি অনামিকা