বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইলের নাগরপুর উপজেলার পানান গ্রামের মোহাম্মদ আলী(২২), করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৯ এপ্রিল বিকেলে মোহাম্মদ আলী(২২) বাড়ি ফিরেছেন। তার সাথে কথা বলে জানা যায়, তিনি বর্তমানে সুস্থ আছেন। হাসপাতাল থেকে তাকে সুস্থ থাকার জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে। ঘরে থাকার কথাও বলা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২০, সকালে উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান একে এম. কামরুজ্জামান মনি তার বাড়িতে উপস্থিত হয়ে, একটি গণ বিজ্ঞপ্তি প্রচার করেন।
এতে বলা হয় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের নির্দেশ ক্রমে ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছিল। তা এখন সিথিল করা হলো। তবে বিনা প্রয়োজনে কেউ যেন ঘরের বাহিরে না যায়, সে নির্দেশনাও দেয়া হয়।
উল্লেখ্য, আইইডিসিআর এ মোহাম্মদ আলীর নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছিল।সূত্র জানায় চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়িতে এসেছে।