৭১ বাংলাদেশ ডেস্কঃসোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে অত্যধিক গোমূত্র পান করেছিলেন যোগগুরু বাবা রামদেব। এর ফলে অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বাবা রামদেবের ফাইল ফটো হাইলাইটস দাবির স্বপক্ষে রামদেবের একটি ছবিও পোস্ট করা হয়েছে।
যেখানে হাসপাতালে ভর্তি থাকতে দেখা গেছে তাঁকে।ব্যাপক হারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। মারণ-ভাইরাসের থাবা আটকাতে প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন এক করে ফেলছেন বিজ্ঞানী-গবেষকরা।
তবে সম্প্রতি হিন্দু মহাসভার তরফে দাবি করা হয়েছিল, করোনা রুখতে একমাত্র ‘মহৌষধি’ হল গোমূত্র। দাবি আর এই দাবিকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বহু পোস্ট। সম্প্রতি এমনই এক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের হানা থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসেবে গোমূত্র পান করেছেন যোগগুরু বাবা রামদেব।
আর এর মাত্রা অত্যধিক হয়ে যাওয়াতেই এবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। দাবির স্বপক্ষে রামদেবের একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে হাসপাতালে ভর্তি থাকতে দেখা গেছে তাঁকে। ছবিতে দেখে প্রাথমিকভাবে যোগগুরু অসুস্থ বলেই মনে হচ্ছে। তাঁকে ঘিরে রয়েছেন ভক্ত ও অনুসারিরা ।