বিশেষ প্রতিবেদকঃকরোনাকালীন সময়ে যে সমস্থ শিক্ষক অনলাইনে নিরলসভাবে পাঠদান করে যাচ্ছেন,যা দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে অতিশয় ভূমিকা পালন করছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন শিক্ষার আলো ডট কমের নির্বাহী সম্পাদক এম.এ মারুফ সোহেল।
একই সাথে শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনার যুগপোযোগী সিদ্ধান্তের ক্ষতি পুষিয়ে নিতে পারছে,সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিও শিক্ষার আলো ডট কমের পক্ষফলে সংসদ বাংলাদেশ টেলিভিশন,বাংলাদেশ বেতার,অনলাইন স্কুলিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে তাদের শিক্ষা হতে আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সেই সাথে গভীর শ্রদ্ধায় স্বরণ করছি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি,যিনি আমাদেরকে দিয়ে গেছেন একটি স্বাধীন মাতৃভূমি,যিনি স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলাদেশের;যা আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়ন হচ্ছে।
আর সেই সোনার বাংলাদেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে;জাতি গড়ার কারিগর আমাদের শিক্ষকবৃন্দ করোনাকালীন সময়ে শিক্ষা ক্ষেত্রে অনলাইন পাঠদানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।কাজেই অলাইনে পাঠদানকৃত সেই সমস্থ শিক্ষককে শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিক্ষার আলো ডট কমের পক্ষ হতে নিচের উল্লেখিত শর্ত সাপেক্ষে বিশেষ সম্মাননা সনদ “ করোনাযোদ্ধা শিক্ষক সম্মননা-২০২০ ” প্রদান করছে।
যেসব শিক্ষককে “ করোনাযোদ্ধা শিক্ষক সম্মননা-২০২০” সনদ প্রদান করা হবে।
শিক্ষক বাতায়নে আপলোডকৃত ক্লাসের সংখ্যা:প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৫০টি কিংবা তার অধিক ক্লাস আপলোড আছে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩০টি কিংবা তার অধিক ক্লাস আপলোড আছে।
যেসব তথ্য (বাংলাংয় )ই-মেইল করতে হবেঃ
১। নাম
২। পদবি
৩। কর্মস্থল
৪। উপজেলা
৫। জেলা
৬। ক্লাসের সংখ্যা
৭। সচল মোবাইল নাম্বার
৮। ই-মেইল নাম্বার
৯। এক কপি ছবি পাসপোর্ট সাইজ
১০। ক্লাস শুরুর তারিখ
তথ্য প্রাপ্তির পর শিক্ষার আলো ডট কম টিম যাচাই বাছাই শেষ করে, তথ্য প্রদানকারীর অনুকুলে সনদ প্রদান করবে।
সনদ যেখানে আপলোড করা হবে ।
সকল তথ্য সঠিক হলে আপনার সনদটি যেখানে দেখতে পাবেন এবং সেভ/ডাউনলোড করে নিতে পারবেনঃ
শিক্ষার আলো ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজ ও শিক্ষার আলো ডট কমের ফেসবুক গ্রুপ পেজ
শিক্ষার আলো ডট কম সব সময় শিক্ষা,শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকের কথা বলে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ও সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের সকল কার্যক্রম তুলে ধরার চেষ্টা করে।
Discussion about this post