বিশেষ প্রতিনিধিঃদিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় ১০ টাকা কেজি দরের (ওএমএস) চাল বিনামুল্যে পাচ্ছেন ক্রেতারা। পৌর মেয়র মো. জামিল হোসেন তার নিজ তহবিল থেকে এ মুল্য পরিষদ করেন।
করোনায় মানুষ এখন গৃহবন্ধি থাকায় কর্মহীন হয়ে পড়েছে এমতাবস্থায় তারা চরম আর্থিক সংকটে পড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন মেয়র। মঙ্গলবার তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
এব্যপারে মেয়র মো. জামিল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতিতে মানুষ বেকার হয়ে পড়েছে আর সেই জন্য চাল ক্রয় করতে টাকা দিয়ে সহযোগিতা করেছি। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মো. মোস্তাফিজুর রহমান জানান, সপ্তাহে তিন দিন পর্যায়ক্রমে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
মঙ্গলবার ৬ নং ওয়ার্ডের পৌরসভার ট্রাকে ভ্রাম্যমাণভাবে মহল্লায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামাজিক দুরুত্ব বজায় রেখে জন প্রতি ৫কেজি করে ২শ’ জনের মাঝে ১মে. টন চাল বিতরণ করা হয়।