কবিতাঃকরোনা তুমি গজব নাকি তুমিই আশীর্বাদ
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
স্তম্বিত পৃথিবী – লন্ড ভন্ড আজ সবই
করোনার আঘাতে বন্দ সকল হুংকার।
নিষিদ্ধদেশে আজানের সুমধুর বাণী উচ্চারিত
খোলামেলা মেয়েরাও আজ পর্দা করতে বাধ্য।
তুমি অভিশাপ-তুমি গজব -তুমিই নেয়ামত
করোনা তোমার আগমনে মুসলিম নিধন হয়েছে বন্ধ।
মনুষ্যত্বহীনদের বুকে জাগ্রত হয়েছে মনুষ্যত্ব
এখন আর শুনতে পাইনা মিসাইল বোমার শব্দ।
ধর্মবৈষম্য সৃষ্টিকারীরাও আজ মানবতার
বুলি ছোড়ে আকাশপানে তাকিয়ে
তোমারই সাহায্যে কামনা করে।
তবুও তুমি গজব -মজলুমের ঘরে-ওরা যে অনাহারে
এখানেও স্বার্থকতা পেয়েছে পুঁজীবাজরা ব্যবসাহে।
মসজিদ ভেঙ্গে মন্দির করেছে যারা
তারাও ক্ষমা চায় প্রকাশে নয়
মনে মনে প্রার্থণা করে স্রষ্টা তোমার দায়।
আকাশের মালিকের কাছে নতজানু হয়ে
বরকত চায় এখনো কিছু মানুষ
গোমূত্র পানে সুস্থতা খুঁজে হায়?
শিক্ষা হচ্ছেনা ওদের হারাম খাবারে ছড়িয়েছে
করোনা গোমূত্রপানে অসুস্থ হয়ে হাসপাতালে অসংখ্য জনতা।
এখনো যদি শিক্ষা না হয়
তবে কোন গজবে হবে দিক্ষা ভুল শিক্ষা হতে বেড়িয়ে
গ্রহণ করো কোরআনের শিক্ষা।
তোমাদের দাম্ভিগতার ফল করোনার
আঘাত অহংকার ভুলে সকল মানুষ ভাই- হও একাকার।
মানুষ-মানুষের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্থাপন করো
দৃষ্টান্ত মারণাস্ত্রগুলো ধ্বংস করে মানবতার বিশ্ব গড়ো।
বিশ্বনেতাদের সম্মুখে উদার্থ আহ্বান করছি
মানবিকতার অপেক্ষমান আরো কিছু গজব স্রষ্টার হুকুমের।
শান্ত যদি না হও ক্ষমতাবান অহংকারী নেতাগণ
তবে তোমাদের দাম্ভিগতার ফলে
ধ্বংস হবে বিশ্বজাহান