ভোলা প্রতিনিধিঃবিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেল সচেতনতামূলক প্রচারনা করেছেন হান্নান ফরাজি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ।
আতংক নয় সচেতন ও সতর্ক হই এ শ্লোগানে প্রচারনায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ মুখে মাস্ক পড়ে পায়ে হেঁটে প্রতিটি মানুষের কাছে গিয়ে হ্যান্ডমাইকের সাহায্যে করোনাভাইরাস প্রতিরোধে সংসদ সদস্য ভোলা – ৩ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।
৩ নং চাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর ও উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সতর্কতার ব্যাপারে জনসাধারনকে অবহিত করেন। এছাড়াও তারা নিজেরা বক্তৃতার মাধ্যমে লিফলেট পড়ে মানুষকে এ বিষয়ে সচেতন করেন। যেমন করোনা ভাইরাস কি, করণীয়, যেভাবে ছড়ায়, লক্ষণসমূহ, প্রতিকার এবং প্রতিরোধে করনীয় দিকগুলো তারা প্রচার করেন।
উক্ত প্রচারনায় অংশগ্রহন করেন হান্নান ফরাজি, রুবেল ফরাজি, জাফর, কামাল, লিটন, কবির, ইউনুস, সহ অনেকে অংশগ্রহণ করেন।
প্রচারনার প্রধান উদ্যোক্তা হান্নান ফরাজি বলেন, চরের মানুষদের করোনা ভাইরাসের বিষয়ে ভুল ধারনা থাকার কারনে তাদের মধ্যে আরো বেশী সমস্যা হতে পারে। আবার ভুল তথ্যে বা গুজব সৃষ্টির কারনেও অনেক সময় মানুষের প্রাণ হানী ঘটতে পারে। নুরনবী চৌধুরী শাওন, ফখরুল আলম জাহাঙ্গীর ও তজুমদ্দিন উপজেলার প্রশাসনের নির্দেশনা ও সতর্কতা এবং আইইডিসিআরের সঠিক ম্যাসেজগুলো পৌছে দিতে অামরা এ উদ্যোগ গ্রহন করেছি।
তিনি আরো বলেন- করোনা ভাইরাস নিয়ে বিভিন্নভাবে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে, এর ফলে আতংক বেড়ে যাচ্ছে। তাই সঠিক তথ্য জানলে চরের মানুষ অনেক বেশী সচেতন ও উপকৃত হবে।