৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম কর্ণফুলী থানাধীন দক্ষিন চরলক্ষ্যা নয়াহাট ৬নং ওয়ার্ড মকবুল আলী ফকির শাহী জামে মসজিদ প্রাঙ্গনে ৮-১২-১৮ইং তারিখ বাংলা ২৪শে রবিউল আউয়াল ১৪৪০ হিজরী রোজ শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ঈমাম আজম আবু হানিফা (রাঃ) স্মৃতি সংসদের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা আলহাজ্ব ক্বারি মাওলানা মোঃ ইকরামুল হক আল কাদেরী (ম,জি,আ) আরবি প্রভাষকঃ ফজলুল বারী ফাযিল ডিগ্রি মাদ্রাসা শাহমিপুর কর্ণফুলী চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা মাওলানা মোঃ আজিজুর রহমান আল কাদেরী খতিব মকবুল আলী ফকির শাহী জামে মসজিদ নয়াহাট চরলক্ষ্যা, মাওলানা মোঃ ফোরকান আশরাফী সিনিয়র মুদাররিস শাহ মোহসেন আউলিয়া তৈয়্যবীয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা উত্তর বন্দর, মাওলানা মোঃ আব্দুল করীম নুরী খতিব ফেরাং ফকির শাহ জামে মসজিদ গোয়ালপাড়া চরলক্ষ্যা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সৈয়দুল মোস্তাফা সাহেব অফিসার ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ, আলহাজ্ব আজিজুর রহমান সমতা শিপিং কর্পোরেশন মাঝিরঘাট চট্টগ্রাম, মোহাম্মদ আলমগীর বাদশা সাংগঠনিক সম্পাদক কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগ ও মোঃ শেখ সেলিম প্রকাশক ও সম্পাদক দৈনিক ৭১ বাংলাদেশ। মিলাদ মাহফিল অনুষ্ঠান উদ্ভোধন করেন, আইনজীবি মোহাম্মদ নাছির উদ্দিন সভাপতি মকবুল আলী ফকির শাহী জামে মসজিদ নয়াহাট। মিলাদ মাহফিল অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন, দরিদ্র ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম,
উক্ত এলাকাতে বিভিন্ন্য ভালো কাজ করায়,দরিদ্র ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম সংগঠনের সদস্যদের কে স্মমান সরুফ দৈনিক ৭১ বাংলাদেশ এর সম্পাদক শেখ সেলিম পুরুস্কার প্রদান করেন ।
এর মোঃ ইমতিয়াজ, মোঃ আইয়ুব, মোঃ আলাউদ্দিন, মোঃ ইমরান, মোঃ আরাফাত, মোঃ মনির হোসেন রনি, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মারুফ, মোঃ কামাল, মোঃ আরমান, মোঃ সাগর, মোঃ রায়হান, মোঃ ফয়সাল, মোঃ জানে আলম, মোঃ মহিউদ্দিন, মোঃ শাওন, মোঃ ওসমান ও মোঃ মোরশেদ প্রমূখ।