মিজানুর রহমান খুলনাঃকরোনা জনিত কারণে চলমান পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল-ডাল-তেল-আলু এবং মাস্ক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় লাভ ইয়োর নেইবারের উদ্যোগে লাউডোবের শতাধিক ভ্যানচালক, ট্রলারচালক, দিনমজুর ও হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলেদেন সংরক্ষিত নারী-৩০ (খুলনা-বাগেরহাট) আসনের এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, ইউপি চেয়ারম্যান সরোজিৎ কুমার রায়,লাভ ইয়োর নেইবারের পরিচালক মি. যশী বোস,তাপস বোস, কো অর্ডিনেটর মোনালিসা NPS কর্মি আগস্টিন বাছাড়সহ আরও অনেকে।
সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার চলমান দুর্যোগ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ কর্মহীন হওয়া পরিবারের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় তাঁদেরকে গৃহবন্দী রাখা হয়েছে। এ পরিস্থিতিতে মানুষের ঘরে পর্যাপ্ত খাদ্য না থাকায় জীবনধারণ করতে হিমশিম পোহাতে হচ্ছে। তিনি আরও বলেন, যাঁরা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল তাঁরা এ সময় কিছুই করতে পারছেন না। এ জন্য তাঁদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। আমি আহবান জানাই আমাদের যার যা আছে তা নিয়েই মানুষের পাশে দাঁড়াই।