কবিতা:- গরীমা- লেখক:-আবু নাঈম: কলমের শক্তি জ্ঞানীর হাতের পরশ পেয়ে তার প্রয়াস, নিজের গতি জানাতে জ্যৌতি নেই তার অবকাশ। সাপের মন্ত্র না জেনে হস্ত দ্বারা ধরিলে বিষধর নাগীন, করিবে দংশন তবে কে আছে এমন উজা, শরীর হতে বিষ করিবে নিবারন। তরী দেখে মন মাতায় উঠেছি চওয়ার বনিক যাত্রী, না জেনে তরীর বয়টা নিলাম হাতে বয়ে যাব দূরন্ত পথ, সামনে পড়েছে ঘূর্নিপাক ডুবে মরব কি সত্যি। কি প্রয়াসে আয়াসে নিলাম উকিলের পথ, আইন বিহীন জর্জকে বিচারে নেই কোন তার বৃত্তি, দিচ্ছি যুক্তি আসামী বাঁচার চেয়ে ,সারা জীবন কয়েদে বন্দী রায় আদালত। হাতে দিল রাজা প্রেম বিলাশে আত্নরক্ষার অস্ত্র, মশা মারতে সে অস্ত্র করিতেছি ব্যবহার তার কি সাহসের বিরত্ত। জ্ঞানের গরিমা লোভ পেয়েছে ভুলে গেছি শেষ দিবসে, পরিক্ষার সমীপে ফলাফল হয়নি বিদায় ওগো নিমায় এখনো রয়েছো সাধুর আসে। পানির সাথে চিনি যবে যুক্ত হয় পানি নাম কি তার আর রয় চিনি পানা হয়েছে একাকার দ্বয়। চিনি পানা হতে ধ্যান কর,নিজ রিয়া ত্যাগ বিহনে, বিবেক বন্ধু জাগাও তবে কর প্রয়োগ সঠিক জায়গায় অস্ত্র, কর প্রয়োগ জয় ধ্বনি দিবে তোমাকে জনে জনে।
ছবি টি-দৈনিক ৭১বাংলাদেশ পত্রিকার,প্রকাশক-সম্পাদক শেখ সেলিম এর।