মোঃ ফয়সাল এলাহীঃচট্টগ্রাম গোসাইলডাঙ্গায় মোরশেদ আলীর সর্মথনে উঠান বৈঠক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের উপ-নিবাচনে কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলীর লাটিম মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মার্চ) নগরীর গোসাইলডাঙ্গার পশ্চিম নিমতলা সমাজ পরিষদের উদ্যেগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলী। হানিফের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন ইসমাইল সর্দার, কালা ভান্ডারি, জানু মিয়া, হাসমত আলী, বেলাল, মনছুর, কায়ছার, ফিরোজুল আলম, জাহেদ, এনাম, দেলায়ার, ইমরান রনি, পাখি, রাসেল প্রমুখ।
Discussion about this post