চট্রগ্রামে কাজের বুয়া সেজে ইয়াবা বিক্রি করতে গিয়ে ২ সহযোগি সহ মাফিয়া বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাকী দুইজন হলেন, মো. আল আমিন(৪০) ও মো. মোশররফ হোসেন(৩১)।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাতে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো: আল আমিনকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, পেশায় তিনি সিএনজি চালক। তার আরেক বন্ধু ম্যাক্সি চালক মোশাররফ। তাদের বাসায় বুয়ার কাজ করে মাফিয়া। বুয়ার কাজের আড়ালেই সে ইয়াবা বিক্রি করে। পরে তিনজনই ইয়াবা বিক্রি শুরু করে। বুয়া কাজের আড়ালে ক্রেতা খুঁজে আর বাকি দুইজন চালক সেজে।তাহাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মো: আল আমিন এবং মোঃ মোশারফ হোসেনের বিরুদ্ধে দুইটি করে এবং মাফিয়া বেগমের বিরুদ্ধে ইতোপূর্বে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।