কবিতাঃকাজ
চিন্তা কাজ বরই নিষ্ঠুর
হৃদয় যেন করে চৌচির,
অনন্তকাল চেয়ে থাকা ভাড়
চেনা স্ফীত স্তন আকাংখা কাতর।
উড়ুতে ছোঁয় জীবনের যৌবন সার।
যোনিপথে লিঙ্গের আসফালন বার বার,
ঠোটে আলতো ছোয়া জিহ্বার,
চুঁম্বনে চুঁম্বনে কোন চেতনার,
মায়াজাল বোনা গাঁঢ় গিঁঠ জোড়,
অবিরাম চেষ্টা আরো কোশে ধরার।
শেষ প্রান্ত খোঁজা সফল উত্তেজনার,
অতি দ্রুত স্বর্গ মর্ত মন্থন,দুর্বার,
বার বার আবার আবার করে চুড় মাড়।
যত কাম লোভ আচার বিচার,
নিষ্ঠুর আস্ফালন তার প্রতিকার,
জোয়ার আর জোয়ার, আবেগ বিবেক
ভেসে যায় আঁখি অন্তর। অবশেষে ভাটার টান অতি কষ্টের।
উবে যাওয়া স্ফীত অঙ্গ অসার।
ক্লান্ত দেহ মন খুজে নিস্তার,
সফল অবসাদ অবসর চিন্তার।
কবিঃ এইচ, আই, খোকন