আজমিরা ( সাতক্ষীরা) কালিগঞ্জ প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে ৩০ মার্চ বিকাল সাড়ে ৪টায় পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ওয়াউদ্দিনের সভাপতিত্বতে অনুষ্ঠানে দূর্নীতি প্রতিরোধ বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আক্তরুজ্জামান পল্টু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম। সদস্য শেখ আনোয়ার হোসেন। অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রউফ।প্রাক্তন ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ।সাধারন সম্পাদক আমিনুর ইসলাম । আফসার আলী। রাশিদুল ইসলাম। দিলরুবা খানম। সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠান শেষে কমিটির সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।