আজমিরা ( সাতক্ষীরা) কালিগঞ্জ প্রতিনিধি ঃসাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ মুক্ত দিবস উপলক্ষে, শুক্রুবার সকাল ৯ ঘটিকায় রোকেয়া মনসুর মহিলা কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উক্ত অনুষ্ঠানটি কালিগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে এবং ইউএসআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়।২০১৫সালের ২৩মার্চ বাংলাদেশের মধ্যে কালিগঞ্জ উপজেলাকে প্রথম বাল্য বিবাহ মুক্ত দিবস হিসেবে ঘোষনা করেন তৎকালিন খুলনার বিভাগীয় কমিশনার আব্দুল সামাদ।র্যালী শেষে কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনর সভাপতিত্বে বাল্য বিবাহ মুক্ত দিবসের উপর আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনুর রহমান । সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর উপস্থাপনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল। নবযাত্রা প্রকল্পের এম সি এইচ এস লিনা হেলেনা গোমেজ।ওয়াশ অফিসার সেলিম রেজা।উপজেলা ফিল্ড কো- অডিনেটর আশিষ কুমার হাওলাদার সহ অন্যান্য অতিথি বৃন্দ।