সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে চলছে হাতি নিয়ে চাঁদাবাজি। প্রায়ই এমন চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যাবসায়ীরা,স্থানীয় মানুষ ও পথচারীরা।রবিবার উপজেলার নাজিমগঞ্জ বাজারসহ আশপাশের আরও কয়েকটি হাট বাজারে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কাছে খোজ নিয়ে জানা গেছে হাতি নিয়ে চাঁদাবাজির কথা।নাজিমগঞ্জ বাজারের ব্যাবসায়ীরা জানান,বিশাল আকৃতির হাতির পিঠে বসে দোকানে দোকানে ঘুরছে হাতিটি নিয়ে। হাতির পিঠে বসা লোকটির পায়ের ইশারায় দোকানের সামনে দাঁড়িয়ে শুড় তুলে দোকানিকে সালাম দিচ্ছে।তারপর শুড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানদারের কাছে।যতক্ষণ না শুড়ের মাথায় টাকা গুজে দিচ্ছে না,ততক্ষন পর্যন্ত শুড় তুলছে না হাতিটি।এভাবে প্রতি দোকান থেকে ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক হাতির পিঠে বসা ব্যক্তিটি জানান,হাতি দিয়ে চাঁদাবাজি করছি না,দোকানে দোকানে যাচ্ছি খুশিতে যে যাহা দিচ্ছে তাই নিচ্ছি।কাউকে ক্ষতি করার ইচ্ছা আমার নেই।এদিকে হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পথচারী ও ব্যাবসায়ীরা।
Discussion about this post