পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: কালিয়াকৈর চন্দ্রা পল্লিবিদুৎ এপেক্স ফুটওয়ার লিঃ সংলগ্ন শাওন সুমন এন্টার প্রাইজ নামক এক ব্যবসায়ী দোকানে এক ভয়াবহ আগুনে লাগে।এলাকাবাসীরা জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।দোকানের মালিকের নাম মোঃহুমায়ুন কবির তিনি তখন দোকানের ভিতর ঘুমিয়ে ছিলেন।মাঝরাতে হটাৎ আগুনের জলন্ত শিখা দেখে আসে পাশের দোকানি গন এবং ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের যানজটে আটকে পরে থাকা গাড়ির যাত্রীগন গিয়ে আগুন নেভানোর চেস্টা করে।কিন্তুু আগুনের লেলিন শিখা বাড়তে থাকলে পরে ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এলাকাবাসী এবং এপেক্স ফুটওয়ার লিঃ সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভিতরে আটকে থাকা হুমায়ুন কবিরের শরীরের প্রায় ৪০ ভাগ অংশ পুরে গেছে।আগুনে দগ্ধ হুমায়ুন কবির কে ঢাকা শেরে- বাংলা নগর মেডিকেলে বান ইউনিটে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীরা আরো জানান এই দোকানটিতে সিলিন্ডার গ্যাস এর পাশাপাশী চাউলের আরৎ ছিল। ফায়ার সার্ভিসের কর্মিগন প্রাথমিকভাবে ধারনা করছেন সিলিন্ডার গ্যাস ব্রাষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটতে পারে।