লালমনিরহাট প্রতিবেদকঃ১৭ই অক্টোবর দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে মডার্ণ হারবাল(MXN) চাপারহাট শাখার উদ্দ্যোগে ভোক্তা-পরিবেশক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আমিনুল ইসলাম তপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃজামাল হোসেন খোকন,বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ আলী ও সাব-ইন্সপেক্টর মাহমুদুন্নবী।অনুষ্টানে প্রধান আলোচক ছিলেন মোঃমাহতাব আলী ও সহকারি ছিলেন ইঞ্জিনিয়ার আহমেদ আহসান জুয়েল।
মিলন মেলায় আহসান আহমেদ জুয়েল ও শরিফুল ইসলাম শান্তর পদোন্নতি হওয়ায় মডার্ণ হারবালের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন মডার্ণ হারবাল (MXN) এর প্রধান লক্ষ হলো ভেষজ চিকিৎসার মাধ্যমে মানুষকে সুস্থ রাখা ও ভেজাল মুক্ত খাবার সরবরাহ করা এবং বেকার সমস্যা সমাধানে সহযোগীতা করা।এটি দীর্ঘবছর ধরে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে সম্পৃক্ত হয়ে অর্থ উপার্জনেরও বৈধ উপায় রয়েছে।
তিনি জানান অত্র শাখার আওতায় প্রায় ১হাজারের অধিক সদস্য রয়েছে এবং স্হানীয় ৫০/৬০জন সদস্য ভেজাল মুক্ত খাবার সরবরাহ করে প্রতিমাসে সম্মানজনক অর্থ উপার্জন করছে।
Discussion about this post