৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িক রাজনৈতিক ইতিহাসে বর্ষিনায় রাজনীতিবিদ মঈন উদ্দীন খান বাদল এক প্রাতঃস্মরণীয় নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি অসামান্য অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর কৃতিত্বপূর্ণ অবদান স্মরণযোগ্য।
পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ গঠনে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারসহ চলমান দেশের অগ্রযাত্রায় তাঁর অবদান চিরস্মরণীয়। চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের স্মরণ সভায় বক্তারা একথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় নগরীর মোমিন রোডস্থ সংগঠনের কার্যালয়ে চট্টগ্রামের কৃতি সন্তান সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা সংগঠনের জেলা শাখার সমন্বয়ক ও সাংস্কৃতিক সংগঠক স.ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নোমান লিটন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবমহিলা লীগ ৯নং পাহাড়তলী ওয়ার্ড শাখার সভাপতি সাজেদা বেগম সাজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম লিয়াকত হোসেন, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো: হাসান মুরাদ। এসময় নেতৃবৃন্দরা আরো বলেন, মরহুম মঈন উদ্দীন খান বাদল আজীবন অসম্প্রদায়িক রাজনীতি লালন করতেন এবং তিনি স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার।
এসময় তাঁরা আরো বলেন, মঈন উদ্দীন খান বাদল জীবনের শেষ দিন পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামের দশ লক্ষাধিক মানুষের অন্যতম যোগাযোগ মাধ্যম কালুরঘাট সেতুর বাস্তবায়ন। তিনি সেই সেতুর বাস্তবায়ন দেখে যেতে না পারলেও বর্তমান সরকার দ্রুত কালুরঘাট সেতু বাস্তবায়ন করলে মঈন উদ্দীন খান বাদলের আত্মা শান্তি পাবে।
এসময় সংগঠনের উপ সাংস্কৃতিক সম্পাদক মো: হানিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক ছবির আহমেদ, শিক্ষক মাওলানা মাহাবুবুর রহমান, নারী নেত্রী নুর জাহান বেগম, শিল্পী শিউলী আক্তার, সংগঠক মো: তিতাস, রতন ভট্টাচার্য, নাজমুল হুদা প্রমুখ।
সবশেষে মরহুম মঈন উদ্দীন খান বাদলের আত্মার মাগফেতার কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।