কবিতাঃকিভাবে মানুষ হওয়া যায়?
মিজান পাগলারা কি যে কয়?
আমার মনতো শুধু শুন্যে যেতে চায়!
ভাবের পাখির পাখায় দিয়া ভর।
সেই পাখি যে উধাও হয়ে আছে চড়া চর।
খুঁজি বৃথা যথা তথা, এপার ওপার!
খোকন পাগলে কয়।
ভাবের পাখি পাব কোথায়?
আমার আমিতে সে লুকায়,
নিজেরে না খুঁজিয়া সত্য এথায়,
শুন্যে কি তাঁরে পাওয়া যায়?
সত্য বুঝিলেই শুধু মানুষ হওয়া যায়।
কবিঃ এইচ আই খোকন