রউফুল আলমঃকিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ‘সক্রিয় সাংবাদিকদের নিয়ে শিশু সুরক্ষা উন্নীতকরণ সভা অনুষ্ঠিত। বিকাল ৩টায় কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া অফিস কক্ষে সক্রিয় সাংবাদিকদের অংশগ্রহণে শিশু সুরক্ষার চলমান কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার মি. পিকিং চাম্বু গং, প্রোগ্রাম অফিসার, মি. শ্যামল মন্ডল, কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন, মিন্টু বিশ্বাস, স্পন্সর শীপ এন্ড চাইল্ড প্রডাকশন অফিসার ও উপস্থিত সক্রিয় সাংবাদিকগণ। এপি, এরিয়া ম্যানেজার, তুলে ধরেন আমিই পারি কিভাবে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে। শিশু আইন, শিশু কে? শারীরিক সহিংসতা কি? শিশুর প্রতি শারীরিক সহিংসতার ধরণ: যেমন- চড় মারা, বেত দিয়ে মারা, চিমটি কাটা, শরীরে কিছু ছুরে মারা, চুল টেনে ব্যথা দেওয়া, ধাক্কা দেওয়া, কোন কিছু দিয়ে আঘাত করা, ছুরি মারা, গলা টিপে ধরা, আগুনে পোড়ানো, লোহার খন্ড দিয়ে ছেঁকা দেয়া, কামড় দেয়া, জোড় করে খাওয়ানো, হত্যা করা ইত্যাদি আচরণের মাধ্যমে শিশুর জীবনকে ঝুকির মুখে ফেলে, যা পঙ্গুত্বের কারণ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও শারীরিক বিকাশকে বাধাগ্রস্থ্য করে। তিনি আরো জানান, সরকার চমৎকার কিছুু উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু সাধারণ জনগণ এর সুফল সেভাবে পাচ্ছে না। ফ্রি এবং টোলযুক্ত যে সব নম্বর রয়েছে সে বিষয়ে তৃণমূল জনগণকে জানাতে হবে। ওয়র্ল্ড ভিশন বাংলাদেশ তারই ধারাবাহিকতায় হেল্প নম্বরগুলো লিফলেট, স্টিকার বা অন্য কোনভাবে গ্রামথেকে গ্রামান্তরে জনগণের মাঝে বিতরণ করছেন যাতে জনগণ আরো বেশি সুবিধা পাবে। আমিই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে ‘শিরোনামে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভূক্ত করে শিশুদের শিক্ষার ব্যবস্থা করলে হেল্প লইনে দেশের মানুষ সেবাপ্রাপ্তির সুফল ভোগ করবে।
উপস্থিত সাংবাদিকদের পক্ষে মোঃ রউফুল আলম বলেন, ওর্য়াল্ড ভিশন যে মহৎ উদ্যোগ নিয়ে কাজ করছেন, তারা যে এত সুন্দর প্রকল্প নিয়ে কাজ করছেন এ জন্য ওর্য়াল্ড ভিশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে তিনি আরো জানান, দেশে সরকারী একাধিক হেল্প লাইন চালু থাকলে ও এ বিষয়ে জানেন না কোন হেল্প লাইন কোন উপকারে ব্যবহৃত হচ্ছে। আবার কিছু সংখ্যক সুবিধাভোগী দু’একটি নম্বরগুলো জানলে ও মনে রাখতে পারছে না। এসময় রউফুল আলম, ১০৯৮ এর হেল্প লইনে কল দিয়ে জানতে চান, আমি একজন ৪০ বছরের শিশু হিসেবে আমি কি সেবা পেতে পারি? জবাবে ১০৯৮ এর অপারেটর জানান, তথ্য সহায়তা সেবা, আইনি সেবা, কাউন্সিলিং সেবা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে শিশুকে উদ্ধারে সহায়তা পাওয়া যাবে।
এসময় কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে বলেন, শিশুরা বিপদে পড়লেই যে সাহায্য পাবে, এটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে অপরাধ প্রবনতা কমে যাবে। সকলেরই মা-বোন আছে। নিজের সন্তান আছে। নিজের সন্তানের নিরাপত্তা দেওয়া যেমন দায়িত্ব। এটা মনে রাখতে হবে-অন্যের মেয়ের ক্ষতি করতে গেলে, নিজের বোন বা মেয়ের ও ক্ষতি হতে পারে।