ফটিকছড়ির ভূজপুরে রাহাত (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ( ২৩ নভেম্বর) সকাল ১০ দশটায় ভূজপুর থানাধীন দাঁতমারা বাজরের সংলগ্ন গ্রামীণ টাওয়ারের উত্তর পাশ থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাহাত দাঁতমারা ইউপির বালু খালি এলাকার আব্দুস সামাদের ছেলে। নিহত রাহাত বাবার সাথে চায়ের দোকানে কাজ করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার তদন্ত অফিসার মুহাম্মদ হেলাল উদ্দীন জানান, সকালে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটা কি হত্যা না আত্মহত্যা।
Discussion about this post