কোন্দল ভুলে দলীয় নেতার্কমীদেরকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
আগামী ২১ মার্চ পটিয়া কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার পটিয়া হাইস্কুল মাঠে যুবলীগ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় তিনি বলেন, যুবক তিনিই, যিনি সৃষ্টিশীল। যুবকের কোনো বয়সের সীমারেখা নেই। যুবশ্রেণী সমাজের মূল চালিকাশক্তি। দেশের ৪৭ শতাংশ জনগোষ্ঠি যুবক শ্রেণী।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন ভুলে যেতে হবে আমাদের সব কোন্দল। আমাদের সব বিভেদের রেখা মুছে ফেলতে হবে। আজ বড় প্রয়োজন একমাত্র শত্রু-আত্মকোন্দল দূর করা পক্ষের সব মানুষের হতাশা দূর করা। মনে রাখতে হবে আমার আপনার অনেক দোষ আছে। কী পেলাম আর কী পেলাম না সেই হিসেবের খাতা বন্ধ রাখতে হবে। পার্টির বিভাজন ভেঙে দিতে হবে। ভেদাভেদ ঘুচিয়ে দিতে হবে।
তিনি আরো বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজ বিশ্ব মানবতার নেতা। মাদার অব হিউমানিটি-মানবতার জননী-প্রাচ্যের নতুন তারকা। নিঃস্ব, নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন ’৭১ এ ইন্দিরা, সতেরোতে শেখ হাসিনা। পরাস্ত সুচি।
যুবলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আ ন ম টিপু সুলতান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, আবু রেজা নেজাম উদ্দিন নদভী এমপি, নজরুল ইসলাম চৌধুরী এমপি, সামসুল ইসলাম এমপি, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, আলতাব হোসেন বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, হাবিবুর রহমান পবন, দেবাশীষ পাল দেবু প্রমুখ।্,
Discussion about this post