জনতার কলাম,সাংবাদিক লালমিয়াঃকুকুর যে বাড়ির নুন(লবণ) খায় সে বাড়ীর গুনগান গায়, কিন্তু কিছু মানুষ কুকুরের চেয়েও খারাপ সেটুকুও করেনা কেন ?
আমার সাথে ঘটে যাওয়া দুটি ঘটনার আংশিক বর্ননা ?
মাস তিন আগের ঘটনা একজন ব্যক্তি বিপদে পড়ে অনেকের কাছে গুরাগুরি করেছে বাঁচার জন্য। আমি সে সময় ওখান দিয়ে আসতেছিলাম। যে কোন একটি লোক ঐ বিপদগ্রস্ত লোকটিকে আমাকে দেখিয়ে দিয়েছে। লোকটি আমার কাছে এসে সালাম দিয়ে ঘটনা খুলে বলে এবং কাকুতি মিনতি করে হাঁত ধরে অনুরোধ করতে থাকে এক পর্যায়ে পাঁ ধরতে যায় ও ধর্মের ভাই বলে অনুরোধ করে। একটি যায়গায় তার ১ লক্ষ বিরানব্বই হাজার টাকা জরিমানা হয়েছে দুই দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে মামলা হবে, তাছারা দুই দিনের মধ্যে সমাধান না করতে পারলে আরও ৮ লক্ষ টাকার ক্ষতি হয়ে যাবে।ওর সকল ঘটনা শুনে ও কাকুতি মিনতিতে নিজের বিবেকের কাছে হেরে গেলাম, কথা দিলাম দুই দিনের ভেতরে সমাধান করে দেব। ঠিক দুই দিনের মধ্যে ১ লক্ষ বিরানব্বই হাজার টাকা জরিমানা মাফ করে শুধু ৩০ হাজার টাকা দিয়ে সমাধান করে দিলাম। একদিকে জরিমানা মাফ পেলো ১ লক্ষ ৬০ হাজার টাকা অন্য দিকে ৮ লক্ষ টাকা ক্ষতির হাঁত থেকে বেঁচে গেল। সে আমাকে কথা দিয়েছিল আমাকে সে সারা জীবনেও ভুলবেনা তার বাড়ী নিয়ে যাবে। আমি কাজটি শেষ করে ঐ দিন রাতে চলে গেলাম রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে আসলে সে আমাকে তার বাড়ী নিয়ে যাবে বলে কথা হলো, রাঙ্গামাটি থেকে বাড়ী এসে আমি তাকে ফোন দিয়েছে এখন ব্যবসা কেমন চলছে, বলেছে ভালো, কিন্তু বাড়ী নেওয়াতো দুরে থাক এর পর আর একটি বারের জন্য ফোনও দেয়নি সে।
আরেক ব্যক্তি একদিন আমার বাড়ী এসে অনেক কান্না শুরু করছে। পরিচয় হলো আমার পাশের ইউনিয়নের একজন গ্রামপুলিশ সদস্যের ছেলে সে, মাস দুই আগে তার বাবা মারা গেছে, তার কোন ভাই নেই সে একাই, এক পর্যায় আমার মাকে মা বলে ডাকলো আর আমাকে ভাই, এমনিতে সে ভালই চলে বাড়ীর অবস্থাও ভালো, লেখা পড়া করেনি এখন ব্যবসা করে, আমার কাছে একটি কাজের জন্য সহযোগিতা চাইতে এসেছে, আমার মাকে মা বলে ডেকেছে, আমার মা আমাকে বলে দিল ওর কাজটা তুই যে ভাবে পারিস করে দে, লোকটা আমাকে জানালো কাজটির জন্য সে দুই বছর আগে একটি লোকের সাথে ৩০ হাজার টাকা চুক্তি করে ২০ হাজার টাকা অগ্রিম দিয়েছিল কিন্তু লোকটি ১ বছরের বেশী সময় পার করে অবশেষে ১৫ হাজার টাকা ফেরত দিয়েছে কাজ করতে পারেনি। আমি তাকে বল্লাম ভাই সব মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা খরচ হতে পারে আপাততো ১০ হাজার টাকা লাগবে। সে আমাকে ১০ হাজার টাকা দিয়ে গেল আমি তাকে ৩/৪ মাস সময় লাগতে পারে বলে দিলাম। এর পর সে তার বউ নিয়েও আমার বাড়ী বেড়াতে আসে। ৩ মাসের মধ্যে কাজ হয়ে গেল। কিন্তু সেই হওয়া কাজটি তার বাড়ীর পাশের একলোক বাঁদা দিয়ে করতে দিলোনা। এবার কি করা যায় আবার নতুন করে অন্য এক স্যারের সাথে বিস্তারিত সমস্যা খুলে বলে কাজটি করানোর জন্য প্রক্রিয়া করলাম, এবার সময় লাগলো প্রায় ৪ মাস। এবাও তার বাড়ীর পাশের আরেক লোক কাজে বাঁদা দিলো। সে সময় আমি বাড়ী নেই আছি রংপুর, আমি ধর্মের ভাই ডাকা লোকটিকে ফোনে জানাই চিন্তা করবেন না ওনাদের সাথে আমার কথা হয়েছে আগামী কাল এসে কাজ করে দিবে ওনাদের ৩ হাজার টাকা দিয়ে দিবেন। কাজটি করতে সে আমাকে দিয়েছিল ১০ হাজার টাকা কাজটি করতে আমার খরচ হয়েছিল ১৬ হাজার টাকা। আর ওনাদের দিতে বলেছিলাম ৩ হাজার টাকা। এবার সেই ধর্মের ভাই ওনাদের ৩ হাজার টাকা দেওয়ার পর আমাকে আর কোন টাকা দেবে না ফোন করে জানালো।তার কাজতো হয়ে গেছে আমাকে ১০ হাজার আর তাদের ৩ হাজার মোট ১৩ হাজার। আমি বলেছিলাম প্রায় ২০ হাজার টাকা লাগবে। এ ব্যাপারে ফোনে একটু রাগারাগি হলো। তার কাজ করে দিলাম আমার পকেটের ৬ হাজার টাকা দিয়ে। সেই কথা কাটাকাটির পর আর আমার মায়ের আরেক ছেলে আর আমার ধর্মের ভাই আর আমাদের বাড়ী আসেনি বা কোন যোগাযোগও রাখেনি আর টাকাও দেয়নি।
এটাই হলো মানব চরিত্রের ধর্ম, এ কারনেই কবি বলেছে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। কুকুরের যতটুকু ধর্ম আছে সমাজের বেশীরভাগ মানুষের তা নেই।
Discussion about this post