দেবিদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজরুল ইসলাম মেম্বার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে সাময়িক বরখাস্ত হয়েছে ।
গত ০২-০৫-২০২১ ইং তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্হানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবু জাফর রিপন এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে দন্ডবিধির১৪৩/৩২৩/৩১৪/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১০৯ ধারায় দেবিদ্বার থানায় দায়েরকৃত মামলা নং ৩০/১৫৩, তারিখ ২১-০৫-১৭ ইং (জি আর নং ১৫৩/১৭) এর অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে মনে করে, সেহেতু ইউপি সদস্য নজরুল ইসলাম সংঘঠিত অপরাধ মূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা (৩৪)১ অনুযায়ী উল্লেখিত ইউপি সদস্যকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য: রাজামেহার গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রকাশে (বাবুল পুলিশ) কে হত্যার উদ্দেশ্য হামলা ও মারধর করার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে কুমিল্লা আদালতে বিচারাধীন আছে। মামলা নং-জি আর ১৫৩/১৭ ইং মামলার আসামি ইউপি সদস্য নজরুল ইসলাম এবং এই মামলার অভিযোগের প্রেক্ষিতেই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে প্রজ্ঞাপন থেকেই জানা যায়। তাছাড়া ও ইউপি সদস্য নজরুল ইসলাম এর বিরুদ্ধে সরকারি শিশু গাছ কেটে আত্মসাৎ, নারী ও শিশু নির্যাতন মামলা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সহ ১ হাজার ও ২ হাজার টাকার বিনিময়ে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুভাতা, মাতৃত্বকালীন ভাতা ও ১০ টাকা কেজি চাউলের কার্ড করে দেওয়ার আশ্বাসে অনেকের নিকট হইতে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ।
এলাকাবাসী জানান ইউপি সদস্য নজরুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে হামলা, মামলা, নারী নির্যাতন সহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখিত মামলা ছাড়াও রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামের নোয়াপাড়ার জেসমিন আক্তারকে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে চুলাশ বাজারে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় কুমিল্লা আদালতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত /২০০৩ এর ৯(৪) (খ) ধারার মামলা করা হয়। মামলা নং সি পি ৭৪৯/১৮ উক্ত মামলাটি বর্তমানে হাইকোর্টে চলমান রয়েছে।
গত ২০১৮ সালে মরিচা থেকে চুলাশ হাইস্কুল সড়কের ১৯৯৫-৯৬ সনে সৃজিত সরকারী শিশু গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগে সামাজিক বন আদালত কুমিল্লায় দায়ের করা মামলা নং পি,ও,আর -০২/দেবী অব ২০১৮-১৯, ০২/মুরাদ অব ২০১৮-১৯, তা ছাড়া ও ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার সরকারি ভূমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা, সরকারি চল্লিশ দিনের কর্মসূচির টাকা আত্মসাৎ সহ এলাকায় অবৈধভাবে ডিস লাইনের সংযোগ প্রদান সহ নানা অভিযোগ উঠেছে ।