কুমিল্লা প্রতিনিধিঃসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে ১৭ই মার্চ বুধবার কুমিল্লার চান্দিনা উপজেলার ৯ নং মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চান্দিনা’র সুযোগ্য সন্তান অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম মহোদয়ের প্রচেষ্টায় নবনির্মিত “নূরনেছা- মামিনুল কমিউনিটি ক্লিনিক ” এর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সুযোগ্য সহ-ধর্মিনী অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান।
এ সময় প্রধান অতিথি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হাসান শাহরিয়ার কবীর, পরিচালক(স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ, ডাঃ মোঃ মহিউদ্দিন, পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ মীর মোবারক হোসাইন, সিভিল সার্জন, কুমিল্লা, ডাঃ মোঃ শাহাদাত হোসেন, ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, কুমিল্লার চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ তানভীন হাসান।
এ ছাড়াও কুমিল্লা বিএমএ ও স্বাচিপের সম্মানিত নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে বাচ্চাদের মধ্যে পুরস্কার, বই, খেলনা এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয় এবং কেক কাটা হয়। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ক্লাব কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান রাসেল সহ অন্যান্য ইলেকট্রিক ও অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ