দেবিদ্বার প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বারে চাটুলী গ্রামে এক হতদরিদ্র মায়ের ঘরে যমজ তিন পুত্রসন্তানের জন্ম হয়েছে। একসাথে তিন সন্তান জন্মের পর ভরণপোষণ করার ক্ষমতা না থাকায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাইলেন রিকশাচালক বাবা।
জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন চাটুলী গ্রামের পশ্চিম পাড়া সমুরুদ্দিন ( ছামার ) বাড়ির খোরশেদ আলমের ছেলে আরিফুর রহমানের স্ত্রী রহিমা আক্তার জমজ তিন পুত্রসন্তানের জন্মদেন।
গত ১৫ ই জানুয়ারি নরমাল ডেলিভারির মাধ্যমে জমজ তিন সন্তানের জন্ম দেন তিনি।তাদের পূর্বে এক পুত্র সন্তানসহ চার জন শিশুর ভরণপোষণ করতে পারছেন না হতদরিদ্র রিকশাচালক পিতা। তাই এই শিশুদের ভরণপোষণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন পিতা আরিফুর রহমান ও তার স্ত্রী রহিমা আক্তার।
যমজ তিন পুএ সন্তান জন্ম হয়েছে শুনে চাটুলী গ্রামসহ পাশাপাশি এলাকার ছোট-বড় সবাই একটি নজর দেখার জন্য আবেগ প্রবন হয়ে রিক্সা- চালক আরিফুর রহমানের সমুরুদ্দিন ( ছামার ) বাড়ীতে ভিড় জমায়।
গ্রামের এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি জানান এলাকার নিঃসন্তান কিছু ব্যক্তিরা রিক্সা- চালক আরিফুর রহমানের দরিদ্রতার সুযোগে টাকার বিনিময়ে বাচ্চা কিনে নেওয়ার চেষ্টা ও করেন কিন্তুু তিন পুএ সন্তানের মায়ার কাছে দরিদ্রতা ও টাকার লোভের কাছে হার মানেনি যমজ তিন সন্তানের বাবা-মা আরিফুর রহমান ও তার স্ত্রী রহিমা আক্তার