কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দেবিদ্বারে লকডাউন অমান্য করায় পাঁচ প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দীন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।
জানা গেছে, দেবিদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে কয়েকটি দোকান খোলা রাখা হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দীন সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় আশির্বাদ স্টোরের মালিক নারায়ন চন্দ্রকে ৫ হাজার টাকা, জালালের প্লাস্টিককে ৫ হাজার টাকা, বধু সাজ কসমেটিক্সকে ৫ হাজার টাকা, কালাম হোটেলকে ৫ হাজার টাকা, কাদিম আলীর ফাস্টফুড কে ৩ হাজার টাকা এবং অবৈধ পার্কিং এর দায়ে সিএনজি চালক মো. মাহবুব ভূঁইয়াকে ৫ শত টাকাসহ মোট ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, দেবিদ্বার থানার এএসআই মো.আজিজুর রহমান, ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, বাংলাদেশ করোনার দ্বিতীয় ধাপ অতিক্রম করছে। করোনা ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা না মেনে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে তাদের কার্যক্রম চালাচ্ছিলো ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের জরিমানা করা হয় ।