দেবিদ্বার প্রতিনিধিঃশনিবার সকাল সাড়ে এগারটার সময় দেবিদ্বার এপ্যোলো ভিআইপি রেস্তেরা ও দেবিদ্বার টাওয়ার এর দ্বিতীয় তলায় মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কলামিষ্ট, সাংবাদিক এবি এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ ময়নাল হোসেন (ভিপি), সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম,সাংবাদিক নাছির উদ্দিন,সাংবাদিক মোঃ আনোয়ার হোসাইন,ব্লাডফর দেবিদ্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুজন সহ উক্ত ডায়াগনস্টিক এর উর্ধতন কর্মকর্তাসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে দেবিদ্বার মিডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের পর দেবিদ্বার মিডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান সাংবাদিক সোহেল রানা বলেন- সেবাই আমাদের প্রধান লক্ষ্য, স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা কয়েকজন এই প্রতিষ্ঠানটি করি আমাদের এখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা,রুগীদের জন্য রয়েছে সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রীত ব্যাবস্থা, পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও প্যাথলজিস্ট।
আমরা প্রতিজ্ঞাবদ্ধ নিম্ন ও মধ্যবিত্তদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার অঙ্গীকার। তিনি আরও বলেন, আন্তরিক সেবা, কম খরচ, রোগীবান্ধব,পরিষ্কার-পরিচ্ছন্নতা। চিকিৎসক নার্সরা সর্বাত্বক সেবা দেয়ার মনমানসিকতাসহ স্ত্রীরোগ, নবজাতক ও শিশু, টিকা, চর্ম, চক্ষু, নাক- কান,-গলা, মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক্স,সার্জারী, ব্লাড ব্যাংক সেবাসহ সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ-সুবিধা রয়েছে আমি সকলের সহযোগী ও পরামর্শ কাম্য করি।