মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
সোমবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মাদ্রাসায় এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এই ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তিসহ নানান বিষয়ে দোয়া করা হয়। এ সময় দুটি মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন নিয়ে আবু সাদাৎ মো. সায়েম বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। অতীতের ন্যায় ছাত্রলীগের নেতা ও কর্মীরা সব সময় গরীব অসহায় ও এতিম শিশুদের পাশে ছিল এবং সামনেও থাকবে।
করোনা মহামারীর কারনে এখন দেশের অবস্থা ভালো না, তাই সবাই যদি নিজ অবস্থান থেকে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।
এছাড়াও তিনি আরো বলেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতে ছাত্রলীগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের মাঝে ছিল এবং থাকবে।