দেশে ফেরা হলোনা কুয়েত প্রবাসী নুরুল আমিনের সূত্র জানায় তাহার দেশের বাড়ী কুমিল্লা কনেশতলা, যশপুর।
মানসিক অসুস্থতার কারণে দেশে যাওয়ার কথা ছিলো,বিমান টিকেটের মূল্য বেশি ছিল বলে ১২/০১/২০১৯ টিকেট কিনে রেখে ছিলেন তিনি ।
ভেবে ছিলেন ৪০/৫০ দিনার বেশি দিয়ে একদিন আগে দেশে গিয়ে কি লাভ হবে ?তার চেয়ে ভালো একদিন পরেই যাই। এই ৪০/৫০ দিনার পরিবারের কাজে আসবে
ভাগ্যের কি নির্মম পরিহাস এই পিছুটান যে তার মৃত্যুকে নির্ধারণ করে রেখেছে কে বা জানতো! বাড়িতে যাওয়া হবে ঠিকই প্রবাসী নুরুল আমিনের, তবে আনন্দ ঘন পরিবেশে সবার মুখে হাসি ফোটাতে যাবে না। যাবে নিজের পরিবারের জন্য বেদনাদায়ক ও কষ্টের কারণ হয়ে।
ভোর আনুমানিক ৪:০০টায় মসজিদে যাওয়ার পথে ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি

Discussion about this post