তপুরায়হান রাব্বী, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ হালুয়াঘাটে আইএফএম কৃষক মাঠ স্কুলের বিভিন্ন কার্যকর্ম পরিদর্শন করলেন ডেনমার্কের রাষ্ট্রদূত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গতকাল ২৭শে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দুপুরে আইএফএম কৃষক মাঠ স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার। উপজেলার প্রশ্চিম গোবরাকুড়া গ্রামে সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের আইএফএম কৃষক মাঠ স্কুল পরিদর্শন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিসেস রতানাওয়াদি হেমনিটি উইনথার, সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রকল্পের জেলা সমন্বয়কারী আহসানুল বাসার, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আহমদ, ওসি কামরুল ইসলাম মিয়া সহ আই এফ এম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মিখাইল হেমনিটি উইনথার বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি শুকিয়ে যাচ্ছে। যার প্রভাব পড়ছে আমাদের উপর। সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। এ সমস্যা থেকে বেড়িয়ে আসতে কৃষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। যার যার সামান্য পরিমাণ জমি আছে, সেখানে চাষাবাদ করে জীবন যাত্রার মান বাড়াতে হবে।
Discussion about this post