প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় কৃষকের ধান কেটে সহায়তা দিতে শুরু করেছে বাংলাদেশ কৃষক লীগের দেবীদ্বার উপজেলা শাখা।
বৃহস্পতিবার কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের নোয়াদ্দা মাঠে কৃষক আবদুল মান্নান এর ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মোহনপুর ইউনিয়ন আহবায়ক মো.আনোয়ার ফকিরের নেতৃত্বে ধান কাটা আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক পার্থ স্বারতী দত্ত, যুগ্ন-আহবায়ক মো.সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো.হানিফ খান, দেবীদ্বার উপজেলা কৃষক লীগের সভাপতি এ.টি.এম রাকিবুল হাসান,সদস্য আবুল হাসেম, দেবীদ্বার পৌর কৃষক লীগের আহবায়ক মো.আবদুল কাদের মুন্সি, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব মো.মিলন মিয়া, তালতলা ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক সহিদুল ইসলাম,মোহনপুর ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক মো. রহিম ব্যাপারী, এলাহাবাদ ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান, সুবিল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম মোস্তফা কামাল প্রমুখ।
কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ এর যুগ্ন আহবায়ক মো.সেলিম ভুইয়া বলেন, সংগ্রামে সফলতা অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে কৃষক লীগের গৌরবময় পথচলার ৪৯ বছর। এই ৪৯ বছর ধরে কৃষক লীগ এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। এই কৃষক যখন পাকা ধান নিয়ে বিপদে পড়ে, কৃষক লীগের নেতাকর্মীরা তখন কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেয়।
বিগত বছরের মতো এবারো কৃষক লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মহামারীর এই কঠিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের কৃষকলীগের ন্যায় কুমিল্লা উত্তর জেলা প্রত্যেক উপজেলার কৃষকের ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দেবে।”
দেবীদ্বার উপজেলা কৃষক লীগের সভাপতি এ.টি.এম রাকিবুল হাসান বলেন, এই কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সারাদেশের কৃষক লীগের নেতাকর্মীদের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে দেবীদ্বার উপজেলার অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ।