মহিনুল ইসলাম সুজনঃনীলফামারীর ডিমলায় চলতি খরিপ ১/২০১৯-২০ মৌসুমের জন্য আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে ১০টি ইউনিয়নের ৬শ’ কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মাজেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নাউতারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন প্রমুখ।