তোমার অভাব
লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
সবাই দেখে আছি বেঁচে
কেউ দেখেনা অন্তর আমার যাচ্ছে জ্বলে
ক্ষত বিক্ষত হৃদয় আমার
প্রিয়ার অভাবে!
সংসার সমাজ থেকে বিচ্যুতি
অনেক আগেই নিয়েছি ছুটি
নীরবতা-কে সঙ্গী করে
জীবন্ত লাশ হয়ে বেঁচেআছি!
আমার মুখের মৃদু হাসি
সবাই ভাবে আমি অনেক সুখি
কেউ দেখেনা এ চোঁখ থেকে
নীরব রজনীতে শুধু অশ্রু ঝড়ে!
এ ভাবে কতশত দিন গেছে কেটে
মৃত্যু আজ সন্নিকটে
যাবো চলে অনেক দুরে
খুঁজলেও আর পাবে না-রে!
সময় থাকতে আসলে না
তুমি ছাড়া-তোমার অভাব পূর্ণ হলো-না
যে কয়টা দিন থাকবো বেঁচে
জীবন্ত লাশ হয়েই থাকতে হবে! ছবি লেখকঃ রফিকুল ইসলাম (খোকন)
Discussion about this post