দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শহর উন্নয়ন কমিটি গঠন বিষয়ক প্রারম্ভিক সভা-২০১৮ অনুষ্ঠিত
দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, নর্দার্ন বাংলাদেশ রিজিওন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের হলরুমে শহর উন্নয়ন কমিটি বিষয়ক প্রারম্ভিক সভা – ১৪ মার্চ বুধবার বিকেল ৪টায়২০১৮ অনুষ্ঠিত হয়।
শহরে বসবাসকারী সন্মানিত ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শহর ২নং ওয়ার্ড লীগের সভাপতি মোঃ আবুল কালাম বাবুল।
“কেউ পিছনে পড়ে থাকবে না ” এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কার্যক্রম এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার বার্ণাড এবং দিনাজপুর APC, WVB-এর মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো: শহীদুল ইসলাম এবং সুপার ভাইজার কণিকা মজুমদার।
অনুষ্ঠানের শেষে চাউলিয়াপট্টি শহর উন্নয়ন কমিটি করার লক্ষ্যে মো: আবুল কালাম বাবুলকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন – সাংবাদিক মো: মিজানুর রহমান (ডোফুরা), ডা: মো: সেলিম আফরিন, মোছা: লাকি, নাজমা, সামসুন নাহার, ও দিলারা ইয়াসমিন।মো: মিজানুর রহমান , দিনাজপুর, ফেসবুক ওয়াল
Discussion about this post