বাচ্চা ছেলের আর্তনাদ
কবি মোঃআবু বকর সিদ্দীক
মায়া মমতা সব ছেড়ে-
খুন করলো নরপশু।
বাচ্চা ছেলের আর্তনাদে-
কান্না করে সব কিছু।
কসাই খানার মত এখন-
হইছে মোদের দেশ।
সত্য কথা বললেই মরন,
সোনার বাংলাদেশ।
এমন হত্যার অভিজান-
চলবে কত দিন।
কবে হতে পারবো মোরা-
সত্যিকারের স্বাধীন।
সর্বো যায়গায় একই নীতি-
শুধুই নির্যাতন।
আসবে কবে মহা শান্তি –
ধ্বংস হবে শোষন।
কেমন বাবা তিনি?
নিজ হাতে করলো শিশু খুন ।