গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার চুপাইর উচ্চবিদ্যালয় মাঠে সোমবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি.র পিতা শহীদ মো.ময়েজউদ্দিন সাহেবের ৩৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ভূইয়ার সঞ্চালনায়, মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে এসময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ জানান, শহিদ ময়েজ উদ্দিন ভাই ছিলেন একজন সাদা মনের মানুষ, সক্রীয় মুক্তিযুদ্ধা, আগরতলা স্বরযন্ত্র মামলা পরিচলনা কমিটির অন্যতম আহবায়ক, তিনি কালীগঞ্জে বাসীর দ্বাবী আদায় করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে শহিদ হন।
পরে বাণিজ্য মন্ত্রী নেতা কর্মিদের উদ্ধেশ্য করে তিনি বলেন- আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন স্বরযন্ত্রই কাজ করতে পারবে না, একটা কথা মনে রাখবেন কে মনোনয়ন পেল আর কে মনোনয়ন পেল না এটা বড় কথা নয় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবকিছুই তথ্য আছে। তিনি আর বলেন ২০০৪ সালে হাওয়া ভবন থেকে পরিকল্পিত ভাবে বিএনপি গ্রেনেট হামলা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতা কর্মিদেরকে হত্যার চেষ্টা করছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্টিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থীত ছিলেন,তাতী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবু খগেন্দ্র দেবনাথ, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, অনান্যদের মাঝে উপস্থীত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আক্তারউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন,সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম কনক, সাংগঠনিক সম্পাদক কাজী বসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেলুয়ার হোসেন দুলাল, সদস্য মাজেদুল ইসলাম সেলিম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রফিকুল ইসলাম সিজু, যুগ্ম-আহবায়ক মো.মনিরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু,ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদিক, পৌর-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন শুকুর ও আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ সর্বস্থরের নেতা কর্মিরা উপস্থীত ছিলেন,
উল্লেখ্য ঃ শহিদ ময়েজ উদ্দিন আহম্মেদ ১৯৮৪ সালের ২৭শে সেপ্টেম্বর তথকালিন সৈরাচার সরকার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে শহীদ হন।