গতকাল সোমবার ভোর থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে টিম কোতোয়ালী। আটককৃতরা হলেন,মো. মনির হোসেন (২৮), মো. আলম (৫০), কামাল উদ্দিন মন্জু (৪৫), মো. আলী (৩২) ও মো. সিরাজ (২০)।
তাদের মধ্যে মো. আলম কোতোয়ালী থানার অপর এক মামলার আসামী। তাছাড়া কামাল, আলী ও সিরাজ চোরাই মালামালসহ এর আগে বেশ কয়েকবার কোতোয়ালী থানা পুলিশের হাতে আটক হয়েছিল।
তাদের কাছ থেকে সেলাই মেশিন, লোটার মেশিন, ড্রিল মেশিন, কাঠ/বোর্ড কাটার মেশিন, সেলাই রেন্স, স্ক্র-ড্রাইবার, মেশিন খোলার ডালি, হাতুড়িসহ চুরি করার বেশকিছু সরঞ্জাম ও চোরাই বিপুল মালামাল উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো.নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার ভোরে নগরীর আসকারদিঘীর পাড়ের একটি গোডাউন থেকে বিভিন্ন মালামাল চুরির পর টিম কোতেকায়ালীর হাতে ধরা পড়ে মনির হোসেন।
পরে তার দেওয়া তথ্যমতে নগরীর গোয়ালপাড়া তুলাতলীতে অভিযান চালিয়ে এ চক্রের আরো চার সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চোরাই মালামাল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি।