জনতার কলামঃফ্রি ফায়ার, পাব জি,টিকটক, লাইকির কারনে কোথায় যাচ্ছে আমাদের যুবসমাজ।
আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকায় উঠতি যুবক ছেলেদের এক নেশায় পরিনিত হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম।
অভিভাবকেরা নিজেদের ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছে স্মার্ট ফোন আর সেই ফোন দিয়েই তৈরি হচ্ছে বিভিন্ন ক্রাইম এবং সমাজের অবনতি।
অলিতে গলিতে বাড়ছে নানা রকমের আড্ডা।
টিকটক এবং লাইকি দিয়ে তারা জড়িয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্মে।
এগুলো যদি এভাবেই বাড়তে থাকে আমাদের সমাজের ছেলে মেয়েরা দিন দিন খারাপের দিকে ধাবিত হবে এবং সমাজ ব্যাবস্থা ভেংগে পড়বে ।
তাই সময় থাকতে আমরা সকলেই সচেতন হই উক্ত এসব কর্মকান্ড প্রতিরোধ করার জন্য সকলে মিলে সোচ্চার হই, সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।
এই মুহূর্তে যদি এসব কর্মকান্ড বন্ধ করা না যায় ভবিষ্যতে আমাদের সবার ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে।
লেখকঃ আবু তাহের সর্দার
Discussion about this post