আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রাখার বিষয়ে দলের নেতাদেরকে সতর্ক করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা এবং এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার ফরিদপুর শহরের বদরপুরের নিজ বাড়িতে ফরিদপুর কোতয়ালি থানা আওয়ামী লীগের নেতা এবং ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পর পর তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারলে এই জাতিকে উন্নত বিশ্বে নিয়ে যেতে পারবে। এই সুযোগটা আমাদের কোনো মতে হাতছাড়া করা যাবে না। এটাকে কোনো রকম হালকাভাবে নেওয়া যাবে না।’
‘এই নির্বাচনে জয় লাভ করতে হলে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর যার যতটুকু শক্তি আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।’
‘আমি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে মিনতি জানাই, নিজেদের মধ্যে ভুল, ভ্রান্তি বা বিভেদ সৃষ্টি করে আমরা যেন আত্মঘাতী কোনো পরিবেশ তৈরি না করি।’
আগামী নির্বাচনকে জাতির জন্য এবং আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে জয়ী হতে হলে আমাদের সাংগঠনিক সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।’
অনুষ্ঠানে সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কৃষক লীগের কেন্দ্র্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন এবং ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।
Discussion about this post