কোন পথে হাটছো হে বিশ্ব ?
কবিঃ শেখ আশরাফুল ইসলাম
জীবন কে সাজাতে পারিনি বলে হে নব নক্ষত্র তোমার কাছ থেকে চাই বিদায়,
যাকে চাও তুমি আপন করিও এই ফরমায়।
হে মঞ্চ সাজানো পৃথিবী তুমি অর্থের ধুলোয় লুটিত,
অর্থে সাজে সেজেছো তুমি পুঁথিগত।
চলমান এই মিথ্যা সাজ মাল্য খানি,
সাজাবে না হয়তো আমায় আমি তা জানি।
পেশ করেছো তুমি থর-আরব মরুভূমি,
অর্থ দেখিলে তারে করে চুমি চুমি।
অর্থে ভারে লুকায়িত অালোক সজ্জা,
আছে যার সবি যেন তারি কব্জা।
এমনি চলিলে বিশ্ব নবী বানী
শীঘ্র সত্যয়িত হবে তা আমারও জানি।
আজিকা এই অর্থে দাপটে মহা বিশ্ব
হয়ে চলেছে অবনতি ও নিঃস্ব।
ছবি- কবিঃ শেখ আশরাফুল ইসলামের